
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর ইটবাড়িয়ার সরোয়ার হাওলাদার হত্যার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইটবাড়িয়া ইউনিয়ন বিনপির সভাপতি মোঃ শাহআলম কাজী, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌকিদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন গাজী, দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন বিনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পটুয়াখালী জেলা সদস্য সচিব মোঃ সোহেল হাওলাদার প্রমুখ।
এসময় মৃত সরোয়ার হাওলাদারের স্ত্রী আকলিমা আক্তার, ছেলে সাকিব, সিফাত, তাওহীদ ও সরোয়ার হাওলাদারের ভাই দেলোয়ার হাওলাদার সহ কয়েকশতক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘পাওনা টাকা চাইতে গিয়ে ইলিয়াস, ফারুক, সবুজসহ জাহাঙ্গীর ডেকে নিয়ে সরোয়ারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এদিকে মৃত্যুর ৯ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও আসামিরা বর্তমানে এলাকায় থেকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাই অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি সরোয়ারের পরিবার সহ এলাকাবাসীর।’
মানববন্ধন শেষে পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন মৃত সরোয়ারের স্ত্রী-সন্তান ও ভাই।
এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, ‘আমরা এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনের নাম শনাক্ত করেছি। জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। যেকোনো সময় আপনারা জানবেন আসামী গ্রেপ্তার হয়েছে। তবে, তদন্তের সাথে অনেক কিছুই জানাচ্ছেন না বলেও এসময় বলেন পুলিশ সুপার।’
প্রসঙ্গত, পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে মারা যায় সরোয়ার হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তি। গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ার ইউনিয়নের বানিয়াকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার সদর উপজেলার পুকুরজনা এলাকার সাবেক ইউপি সদস্য গনি হাওলাদারের ছেলে।
মন্তব্য করুন